8 Weeks Towards To Productivity

মূলত নিজের সাথেই নিজের একটা ছোট্ট একটা চ্যালেঞ্জিং প্রোডাক্টিভ ট্যুর প্লান করেছি । এই ৮ সপ্তাহ আমি আমার নিজের কম্ফোর্ট জোন বা প্লেস অর্থ্যাৎ এয়ার কন্ডিশনড রুম এ বসে নেটফ্লিক্সিং বাদ দিয়ে রিমোটলি কাজ করবো এবং র‍্যান্ডমলি বিভিন্ন প্লেসে রাত্রিযাপন করবো। বিভিন্ন লোকেশন ও ঘুরবো । আপাতত কিছু ছোট ছোট টার্গেট বা উদ্দেশ্য নির্ধারণ করে আগাচ্ছি। পুরো জার্নি টাই এই ওয়েবসাইট এ শেয়ার করার চেষ্টা করবো। 

জার্নির সময় বাকি রয়েছে...

80%
নূন্যতম আশা

জীবনকে পরবর্তী ধাপে নেয়ার প্রচেষ্টামাত্র

এই ৮ সপ্তাহের জার্নিতে আমার কিছু সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে যেইগুলোর আশা করি আমি নূন্যতম ৮০% অর্জন করতে পারবো । 

সম্প্রীতি যা যা হয়েছে

দিনলিপি, অভিজ্ঞতা, অর্জন, উপলদ্ধি ইত্যাদি বিষয়ই মূলত আমি শেয়ার করবো । উল্লেখ্য আমার ব্যর্থতাগুলো আমার জন্য সবসময়ই অভিজ্ঞতা হিসেবে কাজ করে তাই আলাদা করে উল্লেখ করিনি। 

image

সিদ্ধান্তগ্রহণঃ কি করি, কি করি ভেবে না পাই 😐

মূলত এই জার্নিটা গত দুইবছর ধরেই দিবো দিবো করছিলাম। রিমোট, ইন্ডিপেন্ডেন্ট ভাইবস নেয়ার জন্য । মেন্টরিং, সোস্যাল লাইফ, দায়িত্ববোধ সব মিলিয়ে হচ্ছিলো না আর কি । যাইহোক, ২৪ তারিখ রাতে…
image

পথিমধ্যেঃ আমি বদলে যাবো অন-রিপিট

সারারাত, সারাদিন না ঘুমিয়ে প্রায় ৪ টা বাজে মাওয়া উঠে ড্রাইভ শুরু করলাম, শাই শাই করে চলে আসলাম মাওয়া ফেরি ঘাট এ কারণ পদ্মা-সেতুতে বাইক চলাচল নিষেধ । যাইহোক এসে…
image

দিন ০১ঃ শৈশব এ ফিরে যাওয়া

প্রথম দিন সকালই শুরু করি প্রায় দুপুরে । আমার আবার পুরনো হিসেব, আমি যখন উঠবো তখন থেকেই সকাল তাই এভাবে বলা... ঘুম থেকে উঠে বাড়ির সামনে বানানো বৈঠকখানাতে গিয়ে বসেই…
image

দিন ০২ঃ প্যানিক ডে

যথারীতি ঘুম থেকে উঠলাম একটু দেরী করে । উঠে দেখি আমার এক দুঃসম্পর্কের মামা দেখা করতে + বেড়াতে আসছে । আমি আসা উপলক্ষে । যাইহোক উনাকে হাই হ্যালো বলে আবার…

যতটুকু এপর্যন্ত এগোতে পেরেছি...

১৭ দিন
0%

লক্ষ্য:

০ ভিডিও
0%

লক্ষ্য:

৪৫১০ ডলার
0%

লক্ষ্য: